অনেক পুরানো একটি গল্প। হয়তো অনেকেই পড়েছেন। তবু যতবার পড়ি এই গল্পটি ততবার অনুপ্রাণিত হই।
এক জ্ঞানী লোক হাতির পাশ দিয়ে যাওয়ার সময় সে অবাক হয়ে খেয়াল
করল, হাতিটি এমন একটি রশি দিয়ে বাধা- যা কিনা হাতিটির জন্য ছিঁড়ে ফেলা খুবই সহজ। সে হাতিটির মালিককে খুঁজে বের করে এই কথাটি বলল যে,- কেন এত হালকা রশি দিয়ে হাতিটিকে বেঁধে রাখা হয়েছে।
হাতিটির মালিক হেসে দিয়ে উত্তর দেয়-
“যখন হাতিটির বয়স খুব অল্প ছিল, তখন এই রশিটিই এর জন্য যথেষ্ট শক্ত হত। বাচ্চা বয়সে তখন অনেক চেষ্টা করার পরও মুক্ত হতে পারেনি। একসময় সে বিশ্বাস করতে শুরু করে যে এই রশি থেকে সে মুক্ত হতে পারবে না। যদিও এখন সে যথেষ্ট শক্তিশালী কিন্তু তার বিশ্বাস তাকে এখানে এই ঠুনকো রশি দিয়ে বেঁধে রেখেছে”।
অবশেষে জ্ঞানী লোকটি এই সিদ্ধান্তে উপনীত হয় যে- আমরাও অনেক সময় এক-দুই বার কোন কাজে ব্যর্থ হয়ে বিশ্বাস করতে শুরু করি যে–কখনই এ কাজ করা সম্ভব নয়। হাত- পা গুটিয়ে বসে থাকি। কিন্তু আসলেই কি পারবো না?
ব্যর্থতা মূলত শিক্ষার একটি মাধ্যম। এই শিক্ষা থেকে যে অভিজ্ঞতা এবং ফলাফল অর্জন করে নিতে পারে, সেই হয় জগৎবিখ্যাত।
আসুন না, যেটা আজকে পারেন নি অন্তত কালকে আরেকবার চেষ্টা করে দেখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন