১৫ সেপ, ২০১৩

অনুপ্রেরণার গল্প -- ১৬

শত্রুরা চারদিক থেকে ঘিরে ফেলেছে! যাদেরকে ঘিরে ফেলেছে, তারা মাত্র ৪ জন! সংখ্যায় নগন্য হলেও এই চারজনের সাহস আর দেশপ্রেমের কাছে হারতে বাধ্য হয়েছে শত্রুরা!



তুমুল লড়াই চলছিলো! হঠাৎ শত্রুদের একটা গুলিতে আহত হলেন চারজনের একজন। আহত সঙ্গীকে কাঁধে তুলে নিলেন দলের অধিনায়ক। উদ্দেশ্য তাঁকে নিয়ে আড়ালে সরে যাওয়া। কিন্তু হঠাৎ একটি গোলার আঘাতে তাঁর একটি পা দুমড়ে মুচড়ে গেলো!

তাই তিনি তাঁর অপর দুই সঙ্গীকে বললেন আহত সঙ্গীকে নিয়ে আড়ালে সরে যেতে। কিন্তু সঙ্গীরা রাজি হলোনা! কারণ গোলার আঘাতে অধিনায়কের একটি পা ক্ষত-বিক্ষত হয়ে গেছে! কিন্তু অধিনায়ক তাদেরকে জোর করেই আহত সঙ্গীকে নিয়ে সরে যেতে বাধ্য করলেন!

সঙ্গীদেরকে সরিয়ে দিয়ে অধিনায়ক একা একাই শত্রুদের সাথে লড়াই করতে করতে শহিদ হয়ে গেলেন! তাঁর জীবনের বিনিময়ে রক্ষা করলেন সহযোদ্ধাদের জীবন।

এই বীর অধিনায়কের নাম নূর মোহাম্মদ শেখ।

বাংলার সাত জন বীরশ্রেষ্ঠের একজন। যশোর জেলার সীমান্তবর্তী এলাকা, গোয়ালহাটিতে ১৯৭১ সালের আজকের এই দিনেই দেশমাতৃকার জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিলেন এই বীর সেনা ৷

স্রষ্টা তাকে তার শাহাদাত বরণের উত্তম প্রতিদান দান করুক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন