[ কবিতা আমার ভীষণ প্রিয় । তাই আমার প্রিয় কিছু
কবিতা দিয়ে সাজিয়েছি আমার এ ছোট কবিতার
বাগান । এ বাগানে বেড়াতে এসে যদি আপনার মনে
সামান্যও প্রশান্তির ছোঁয়া লাগে, তবে ভাববো আমার
এ ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হয়েছে । ]
যেখানেই যাই আমি সেখানেই রাত! স্টেডিয়ামে খোলা আকাশের নিচে রেস্তোরাঁয় অসীমা যেখানে তার অত নীল চোখের ভিতর ধরেছে নিটোল দিন নিটোল দুপুর সেখানে গেলেও তবু আমার কেবলই রাত আমার কেবলই শুধু রাত হয়ে যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন