[ কবিতা আমার ভীষণ প্রিয় । তাই আমার প্রিয় কিছু
কবিতা দিয়ে সাজিয়েছি আমার এ ছোট কবিতার
বাগান । এ বাগানে বেড়াতে এসে যদি আপনার মনে
সামান্যও প্রশান্তির ছোঁয়া লাগে, তবে ভাববো আমার
এ ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হয়েছে । ]
চোখ ভরে যে দেখতে চাও রঞ্জন রশ্মিটা চেনো তো? বুক ভরে যে শ্বাস নিতে চাও জানো তো অক্সিজেনের পরিমাণটা কত? এত যে কাছে আসতে চাও কতটুকু সংযম আছে তোমার? এত যে ভালোবাসতে চাও তার কতটুকু উত্তাপ সইতে পারবে তুমি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন