[ কবিতা আমার ভীষণ প্রিয় । তাই আমার প্রিয় কিছু
কবিতা দিয়ে সাজিয়েছি আমার এ ছোট কবিতার
বাগান । এ বাগানে বেড়াতে এসে যদি আপনার মনে
সামান্যও প্রশান্তির ছোঁয়া লাগে, তবে ভাববো আমার
এ ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হয়েছে । ]
অনন্ত বিরহ চাই, ভালোবেসে কার্পণ্য শিখিনি৷ তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি সমস্ত বোধের উত্স গ্রাস করা প্রেম; যদি চাও ভুলে যাবো, তুমি শুধু কাছে এসে উপেক্ষা দেখাও৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন