১৪ সেপ, ২০১৩

কথোপকথন – ৯ — পুর্ণেন্দু পত্রী

আজ তোমাকে অনেক 
নামে ডাকতে ইচ্ছে করছে ডাকবো ? 
আজকে তুমি প্রথম শ্রাবণ সঙ্গে চাপার 
গন্ধ 
মাখবে ? 
গভীরতর গানের ভিতর 
খেয়া দেয়া নৌকা 
চলছে । 



একটু আগে হাসলে যেন আকাশ সোনার 
আঙটি 
গলছে । 
এখন তোমায় ‘কুরুস কাঠি’ এই 
নামেতে ডাকবো 
শুনছো ? 
ছিলাম সুতো, তাকে হাজার চৌকো গোল 
নকশায় 
বুনছো । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন