পৃষ্ঠাসমূহ

১২ সেপ, ২০১৩

দরখাস্ত—আনিসুল হক

আমি যে তোমার নখের যোগ্য নই
এই প্রসঙ্গ ঘুরে ফিরে শুধু ভাবি,
কিন্তু প্রেম কি যোগ্যতা মেপে হয়?
হৃদয়ের কাছে হৃদয়ের নেই দাবি?

যোগ্যতা মেপে চাকুরিতে লোক নিও
অযোগ্যকেই ভালোবাসা দাও, প্রিয়,
যোগ্য লোকেরা ভালো করে চাকুরিতে
কাজে ব্যবসায় তারা খুব বরণীয়।




কিন্তু এটা তো চাকরি ব্যবসা নয়,
পুঁজিহীন এই হৃদয়ের কারবার,
আমার তো শুধু হৃদয়কে নিয়ে ভয়--
টাকা চলে গেলে টাকা আসে বারবার ।

আমি তো তোমার হৃদয়কে নিয়ে ভাবি
রূপ! সেও তো হৃদয়েরই দর্পণ:
হৃদয়হীনাকে রূপবতী বলি নাকো!
রূপের সোনায় সোহাগা তোমার মন!

আমি খুব ছোট আমি খুব সাধারণ,
কিন্তু আমার কারবার মন নিয়ে,
তোমার শস্তি গাই আমি সারাক্ষণ
গানে ও কাব্যে সবটুকু ঢেলে দিয়ে।

আমি পথধূলি তুমি হলে মহারানী,
তুমি সুন্দর তুমি মহার্ঘ ধন,
কিন্তু আমি যে কাব্য করতে জানি,
তোমার তাই তো আমাকেই প্রয়োজন।

লিখতে জানি না! পড়তে তো আমি জানি।
৩০০ কবিতা মুখস্থ আছে, বলব!
কবিতা পড়েছি এটা কি তুচ্ছ কিছু!
এর চেয়ে বড় নয় টয়োটা ভলভো!

জন আব্রাম তোমাকে বুঝবে না!
বিল গেটসও তোমার তুল্য নন।
রবীন্দ্রনাথকে বলা যায় কিছু যোগ্য
যোগ্য ভাবি না ওবামা বা ক্লিনটন।

তোমার জন্য আমি ছাড়া আমি কাউকে
আর তো দেখি না তোমার নখের যোগ্য
আমিই তোমার কবিতা শরীরে প্রাণ
আমিই তোমার কাঙ্খিত সেই লোক গো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন