পৃষ্ঠাসমূহ

১৬ সেপ, ২০১৩

গান --জয় গোস্বামী

আমার খবর পাবে গানে।
আমার খবর
সমুদ্র উপুর হয়ে যেখানে মোচড়ায় তার বালিতে ফেনায়
পাবে__
আমার খবর পাবে শুকনো পাতা ও ডালপালায়
যেখানে বাকলরঙা গিরগিটি লাফ দিয়ে
গাছের গুঁড়িতে উঠল,
পুরোনো বেড়াল
গৃহস্তের বাড়ি ছেড়ে এসে, এক পা এক পা করে
যে জায়গাটা বেছে নিল মরবার আগে, সেইখানে__
আমার খবর পাবে__
আমার খবর পাবে লোকালয়হীন সব গানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন