-কাল বাড়ি ফিরে কি করলে ?
-কাঁদলাম । তুমি?
-লিখলাম ।
-কবিতা ? কই দেখাও ।
-লিখেই কুচিকুচি ।
-কেন ?
-আমার আনন্দের ভিতরে অনর্গল
কথা বলছিল আর্তনাদ ।
আর্তনাদের ভিতরে গুনগুন ভাঝছিল
অদ্ভুত এক শান্তি
আর শান্তির ভিতরে সমুদ্রের সাঁইসাঁই
ঝড়
যে সব অক্ষর লিখলেই লাল হওয়ার কথা
তারা হয়ে যাচ্ছিল সাদা ।
যে সব শব্দ সাদা কাশবন হয়ে দুলবে
তাদের মনে হচ্ছিল শুকনো ঝাউপাতার
উড়াউড়ি
বুঝলাম সে ভাষা আমার জানা নেই
যার আয়নায় নিজের মুখ
দেখবে ভালবাসা ।
-তাই বলে ছিড়ে ফেললে ?
-বাতাস
থেকে একটা অট্টহাসি লাফিয়ে উঠে বললো
পিদিমের সলতে হয়ে আরো কিছুদিন
পুড়ে খাক’হ ।
পুড়ে খাক’হ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন