[ কবিতা আমার ভীষণ প্রিয় । তাই আমার প্রিয় কিছু
কবিতা দিয়ে সাজিয়েছি আমার এ ছোট কবিতার
বাগান । এ বাগানে বেড়াতে এসে যদি আপনার মনে
সামান্যও প্রশান্তির ছোঁয়া লাগে, তবে ভাববো আমার
এ ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হয়েছে । ]
রাত বাড়ার সাথে সাথে সৃতিগুলো যেন জীবন্ত হয়ে উঠে, পীড়া দেয় মনের অতলে , গভীর থেকে গভীরে, নিজেকে মনে হয়ঝরা পাতার মত , যে পাতা রঙ হারিয়ে পড়ে আছে আবর্জনার স্তূপে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন