পৃষ্ঠাসমূহ

১৮ সেপ, ২০১৩

সৃতির পিড়া -- আসাদুজ্জামান

রাত বাড়ার সাথে সাথে সৃতিগুলো যেন জীবন্ত হয়ে উঠে,
পীড়া দেয় মনের অতলে ,
গভীর থেকে গভীরে,
নিজেকে মনে হয় ঝরা পাতার মত , 
যে পাতা রঙ হারিয়ে পড়ে আছে আবর্জনার স্তূপে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন